দুই দশকেরও বেশী সময় ধরে দেশের বিশ্বস্ত ভোজ্যতেল কোম্পানী বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বি,ই,ও,এল), এর রূপসী, নারায়ণগঞ্জে অবস্থিত ফ্যাক্টরী এলাকায় গত ১২ এপ্রিল, ২০২০ তারিখে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। রূপচাঁদা, মিজান, ফরচুন, ভিওলা ও কিংস ব্র্যান্ডের ভোজ্যতেল ও চাল বাজারজাতকারী প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা থেকে ১০০০ ব্যক্তিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাগ হস্তান্তর করে। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মো: হামিদুল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেক্সটাইল ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের মাননীয় সাংসদ জনাব গোলাম দস্তগীর গাজীর প্রতিনিধি। বি,ই,ও,এল-এর পক্ষ থেকে ছিলেন হেড অব এইচ,আর, এন্ড এডমিন জনাব আয়নুল হক সরদার, হেড অব অপারেশন্স জনাব মো: ফখরুজ্জামান, সিনিয়র ম্যানেজার- ফ্যাক্টরী এইচ,আর, এন্ড এডমিন জনাব কল্যাণ মিত্র চাকমা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জনাব আয়নুল বর্তমানে দেশব্যাপী সচেতনতা এবং ত্রাণ কার্যক্রম দেখে আশাবাদ ব্যক্ত করেন, যে, সবাই মিলে আমরা চলমান কোভিড-১৯ মহামারীর মোকাবেলায় সমর্থ হবো। এই মূহূর্তে প্রয়োজন শুধু সচেতনতা ও সহমর্মিতা।